'মা বলতেন কোনো ব্যবসাই ছোট নয় এবং ব্যবসার চেয়ে বড় কোনো ধর্ম নেই'- আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা 'রইস' ছবির ট্রেলারটি শুরু হয়েছে এভাবেই। আর কথাগুলো বেরিয়েছে ছবির মূল চরিত্র শাহরুখ খানের মুখ থেকে। বুধবার দুপুরে মুক্তি দেয়া হয়েছে 'রইস' ছবির ট্রেলার। এতে অসাধু ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ।
ট্রেলারে ব্যবসায়ী রইসের (শাহরুখ) জীবনকে অতিষ্ঠ করে তুলতে দেখা গেছে পুলিশ কর্মকর্তা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। পাকিস্তানি অভিনেত্রী নজর কেড়েছেন ট্রেলারে। আইটেম গানে সানি লিওন তো আছেই। সবমিলিয়ে জমজমাট একটা ছবি উপহার দিতে যাচ্ছেন শাহরুখ। ট্রেলারটা অন্তুত তারই ইঙ্গিত দিচ্ছে। এরইমধ্যে দুই কোটিরও বেশি বার দেখা হয়েছে শাহরুখের নতুন ছবির ট্রেলারটি। 'আমি আসছি' শাহরুখের আওড়ানো এই সংলাপের মধ্য দিয়ে ট্রেলারটি শেষ হয়েছে।
বিডি প্রতিদিন/৭ ডিসেম্বর, ২০১৬/ফারজানা