জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত 'পোস্টমাস্টার ৭১' ছবির কাজ প্রায় শেষের দিকে। শুধু একটি গানের দৃশ্যায়ন বাকি। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী বছরের ২৬শে মার্চ। 'পোস্টমাস্টার ৭১' ছবিটিতে ফেরদৌসের পাশাপাশি অভিনয় করেছেন মৌসুমী। পরিচালনা করছেন নবাগত পরিচালক আবির খান ও রাশেদ শামীম।
নুজহাত ফিল্মসের ব্যানারে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। ওই সময়কার এক পোস্টমাস্টারের প্রেম কাহিনী উঠে আসবে 'পোস্টমাস্টার ৭১' ছবিতে। এ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আল মনসুর, শহীদুল আলম সাচ্চু, নিঝুম রুবিনা, অভিসহ অনেকে।
'পোস্টমাস্টার ৭১' ছাড়াও ফেরদৌস অভিনীত বেশ কয়েকটি ছবি আছে মুক্তির অপেক্ষায়। এগুলো হলো দেলোয়ার জাহান ঝন্টুর '৫২ থেকে একাত্তর', মিনহাজ অভির 'মেঘকন্যা', সাইফুল ইসলাম মান্নুর 'পুত্র', মৌসুমীর নির্দেশনায় 'শূন্য হৃদয়', আঁকা রেজা গালিবের 'কালের পুতুল'।
বিডি প্রতিদিন/৮ নভেম্বর, ২০১৬/ফারজানা