বলিউডে সবচেয়ে আলোচিত নির্মাণাধীন ছবির তালিকার শীর্ষে আছে সঞ্জয় লীলা বানশালীর 'পদ্মাবতী'। রানী পদ্মাবতীর জীবনীভিত্তিক এ ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। আছেন রণবীর সিং ও শহীদ কাপুর। মুম্বাই মিরর জানিয়েছে, ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করবেন ঐশ্বরিয়া রাইও। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি একটি গানেও নাচতে দেখা যাবে সাবেক এ বিশ্বসুন্দরীকে।
বানশালীর মুক্তি পাওয়া সর্বশেষ ছবি 'বাজিরাও মাস্তানি' জাতীয় পুরস্কার থেকে শুরু করে সব মঞ্চেও পুরস্কারের পাশাপাশি আলোচিত-প্রশংসিত হয়েছে। বেশিরভাগ জায়গায় পুরস্কার নিতে নিয়ে ঐশ্বরিয়ার প্রশংসায় মেতেছিলেন বানশালী। 'বাজিরাও মাস্তানি' ছবিতে ঐশ্বরিয়া কাজ করেননি। কিন্তু 'দেবদাস' বেশ কয়েকটি ছবিতে বানশালীর সঙ্গে কাজ করেছিলেন তিনি। তাই নিজের সাফল্যের দিনে সবচেয়ে পছন্দের নায়িকার কথা তিনি ভুলে যাননি।
'বাজিরাও মাস্তানি' সাফল্য পাওয়ার পর ঐশ্বরিয়াও বাণশালীকে নিজে গিয়ে অভিনন্দন জানিয়ে এসেছিলেন। এবার বানশালীর নির্দেশনায় পর্দায় ফিরছেন ঐশ্বরিয়া।
বিডি প্রতিদিন/৯ ডিসেম্বর, ২০১৬/ফারজানা