পৃথিবীর সুরক্ষায় এবার একসাথে লড়তে দেখা যাবে স্পাইডার-ম্যান ও আয়রন ম্যানকে। স্পাইডার-ম্যান সিরিজের নতুন ছবি ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ ছবিতে দেখা যাবে এই দু'জনকে। এরই মধ্যে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেইলার।
এবার পিটার পার্কাররূপী মাকড়সা-মানবের পোশাক গায়ে জড়িয়েছেন ব্রিটিশ তরুণ টম হল্যান্ড। আর আয়রন ম্যান তথা টনি স্টার্ক চরিত্রে আছেন যথারীতি রবার্ট ডাউন জুনিয়র।
‘স্পাইডার-ম্যান’ সিরিজের এ নতুন ছবিতে স্কুলের ছাত্র পিটার পার্কারের পরামর্শদাতা হিসেবে কাজ করে স্টার্ক। ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ছবিটি যেখানে শেষ হয়েছে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’-এর গল্প সেখান থেকেই শুরু। ওই ছবিতে টিম আয়রন ম্যানের হয়ে টিম ক্যাপ্টেন আমেরিকার বিপক্ষে লড়েছে স্পাইডার-ম্যান।
জন ওয়াটস পরিচালিত ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’-এ উড়ন্ত উন্মাদ দানবের ভূমিকায় দেখা যাবে মাইকেল কিটনকে। পিটারের চাচির চরিত্রে মারিসা টোমেই এবং মার্ভেল কমিকসের হ্যাপি হগ্যান চরিত্রে যথারীতি আছেন জন ফ্যাব্রিউ। ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালের ৭ জুলাই।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১৩