সম্প্রতি একটি রেস্তোরাঁ থেকে প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে বের হতে দেখা গেল হৃতিক রোশনকে! সেখানে ডিনার সারার পর সুজানকে নিজের গাড়িতেই বাড়ি পৌঁছে দিয়ে এলেন। সঙ্গে ছিল দুই ছেলে রেহান, হৃদানও। সম্ভবত এই কারণেই ফের কাছাকাছি দু'জন।
২০১৩ সালে বিচ্ছেদ হয় সুজান-হৃতিকের। কী কারণে বিচ্ছেদ হয়েছিল তা জানাননি দু'জনের কেউই। তবে তার প্রভাব ছেলেদের উপর পড়তে দেননি তারা। এর আগে দুই ছেলের স্কুলে পেরেন্ট–টিচার মিটিংয়ে গেছিলেন দু'জন। রেহান–হৃদানের জন্মদিনেও এক সঙ্গে পার্টি করেছেন তারা। এবার ছেলেদের মন রাখতেই ফের রেস্তোরাঁয় খাওয়াদাওয়া। তারপর ছবিও তোলেন দু'জন। তবে এ বছরে সম্ভবত শেষ। কারণ ২৫ জানুয়ারি মুক্তি পাবে হৃতিকের ‘কাবিল’। এই কদিন ছবির প্রচারেই ব্যস্ত থাকবেন হৃতিক।
বিডি প্রতিদিন/এ মজুমদার