আসছে ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে আমির খান অভিনীত ছবি ‘দঙ্গল’। কিন্তু তার আগেই মুক্তি পেল আমির খান প্রযোজিত ‘সিক্রেট সুপারস্টার’ ছবিটির ট্রেইলার। আগামী বছর ৪ আগস্ট মুক্তি পাচ্ছে ছবিটি।
আমির খান ছাড়াও ছবিটির প্রযোজনায় রয়েছেন তার স্ত্রী কিরণ রাও। ছবিটির পরিচালনা করবেন অদবেত চন্দন। তিনিই ছবির গল্পটি লিখেছেন। নতুন এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছে ‘দঙ্গল’-এ আমিরের বিপরীতে অভিনয় করা জাইরা ওয়াসিম। মধ্যবিত্ত ঘরের মেয়ে জাইরা আসলে গান শিখতে চায়, কিন্তু তাতে মত নেই তার বাবার। এমনকী তিনি জাইরার সাধের গিটারের সমস্ত তার ছিঁড়ে দেন তিনি। কিন্তু গান করার জন্য অদম্য জেদ জাইরার। এরপরেই সে বোরকা পরে ইউটিউবে নিজের গানের ভিডিও প্রকাশ করে।
এখানেই শেষ নয়, ট্রেইলারে এরপরেই দেখা যায় আমির খানকে। তিনি জাইরার ভিডিওটির প্রশংসাও করেন এবং বলেন, ‘পছন্দ হলে লাইক করুন। আর পছন্দ না হলে নিজের স্বাদ বদলান।’
বিডি-প্রতিদিন/ ১৬ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১