ফের আরও এক বার পর্দায় ফিরছে ‘অশিকি ২’ জুটি। ‘ওকে জানু’ ছবিতে একসঙ্গে দেখা যাবে আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুরকে। তবে এই ছবিতে রয়েছে আরও একটি চমক। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত 'বম্বে' ছবির বিখ্যাত ‘হাম্মা হাম্মা’ গানটি এই ছবিতে ব্যবহার করা হয়েছে নতুন ভাবে।
'বম্বে' ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন এ আর রহমান। তবে 'ওকে জানু' ছবিতে ওই গানটিকেই ফের রিক্রিয়েট করেছেন সঙ্গীত পরিচালক তনিস্ক বাগচী। জুবিন নোটিয়াল ও শাশা তিরুপতি সঙ্গে তাল মিলিয়ে র্যাপ করেছে বাদশা।
এদিকে আদিত্য-শ্রদ্ধার জুটিকে ফের একসঙ্গে দেখে বেশ উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা। শাদ আলি পরিচালিত এই ছবিকে করণ জোহর ও মমিরত্নম যৌথ ভাবে প্রযোজনা করেছেন। আগামী বছরের ১৩ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘ওকে জানু’। দেখুন সেই গানটি-
সূত্র: কলকাতা ২৪x৭ নিউজ
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৬/হিমেল