জান্নাতুল ফেরদৌস পিয়া। তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে যে কয়জন মডেল আলোর দ্যুতি ছড়িয়েছেন তাদের মধ্যে অন্যতম এই লাস্যময়ী।
মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে বিচরণ পিয়ার। ইতোমধ্যে নিজেকে একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এই ধারাবাহিকতায় এবার শুভেচ্ছাদূত হিসেবে দেখা যাবে তাকে।
ডিভাইন বিউটি লাউঞ্জের সঙ্গে আজ শনিবার চুক্তিবদ্ধ হয়েছেন পিয়া। এখন থেকে এই বিউটি লাউঞ্জের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন তিনি।
রাজধানীর গুলশানের নর্থ এভিনিউতে অবস্থিত এজ- দ্য গ্যালারিতে দুই দিনব্যাপী (১৭-১৮ ডিসেম্বর) শুরু হওয়া 'কালার এবং ক্লিক' শিরোনামে পোট্রেট প্রদর্শনীতে জান্নাতুল ফেরদৌস পিয়াকে শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা করা হয়।
এবিষয়ে জান্নাতুল ফেরদৌস পিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শুভেচ্ছাদূত হিসেবে এর আগেও কাজ করেছি। এটা অন্যরকম একটি দায়িত্ব। আশা করি সফলভাবে সবার প্রতাশা পূরণ করতে পারবো।
উল্লেখ্য, লন্ডন কলেজ অব লিগ্যাল স্ট্যাডিস (এলসিএলএস) থেকে গ্রাজুয়েট সম্পন্ন করেছেন পিয়া। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি আইন পেশাতেও ক্যারিয়ার গড়তে চান তিনি। ইতোমধ্যে ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে বার এট ল' পড়তে অফার লেটারও পেয়ে গেছেন। বর্তমানে দেশের অন্যতম আইনজীবী ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের তত্ত্বাবধায়নে ইন্টার্নি করছেন পিয়া।
বিডি প্রতিদিন/ ১৭ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম