‘বলিউড শাহেনশাহ’ তকমাটা অমিতাভ বচ্চন ছাড়া আর কাউকেই মানায় না। ভিলেন হয়েও যে তিনি সব নজর কেড়ে নিতে পারেন, তারই একটা দৃষ্টান্ত ‘আঁখে’ ছবিটি। বিপুল অমরুতলাল শাহ পরিচালিত সেই ছবিতে বিজয় সিং রাজপুতের চরিত্র অভিনয় করে সবাইকে কাঁপিয়ে দিয়েছিলেন অমিতাভ।
সেটা ২০০২ সালের কথা। অক্ষয়কুমার, সুস্মিতা সেন, অর্জুন রামপাল, বিপাশা বসু, কাশ্মিরা শাহসহ একঝাঁক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী সেই ছবিতে অভিনয় করলেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন কিন্তু অমিতাভই। প্রায় ১৪ বছর পর এবার আসতে চলেছে ‘আঁখে’র সিক্যুয়েল। আর উল্লেখযোগ্য বিষয় হল, ‘আঁখে ২’তেও অমিতাভ বচ্চন দেখা দেবেন নেগেটিভ চরিত্রেই।
এই ছবির সিক্যুয়েলের পরিচালনার দায়িত্বে রয়েছেন আনিস বাজমি। তবে মূল ‘আঁখে’র অভিনেতা অভিনেত্রীরা প্রায় কেউই থাকছেন না এই দ্বিতীয় ছবিটিতে। তবে ব্যতিক্রম অর্জুন রামপাল। থাকছেন অনিল কাপুর, আরসাদ ওয়ারসি, ইলিয়ানা ডি’ক্রুজ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৩