বায়োপিকে সত্যজিৎ? তাও আবার করণ জোহরের পরিচালনায়? আর নাম ভূমিকায় বলিউড কিং শাহরুখ খান। আর এমন খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া।
শুক্রবার সকালে ফেসবুক খুলেই চমকে উঠেছেন সংস্কৃতি-সচেতন বাঙালি। মন্তব্য আর পাল্টা মন্তব্যের দাপটে সুনামি হওয়ার উপক্রম। সত্যজিতের চেনা ভঙ্গিমায় ক্যামেরার উপরে কনুই রেখে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ খান। মাথার উপরে স্পষ্ট লেখা— ‘এসআরকে অ্যাজ সত্যজিৎ রায়’ নীচে ফলাও করে লেখা— ‘দ্য ওয়ার্ল্ড অফ রায়’। পরিচালক হিসেবে রয়েছে করণ জোহরের নাম।
প্রথমে হকচকিয়ে গেলেও পরে শোধ তোলেন সত্যজিতের ভক্তকুল। এই বিদঘুটে ‘মেমে’-কে উদ্দেশ্য করে শুরু হয় উদ্দাম গালাগাল। শাহরুখের উপরেও বর্ষিত হতে থাকে নরম-গরম। কিন্তু ততক্ষণে প্রবল পরিমাণে লাইক আর শেয়ার হয়ে গেছে এই ছবি। এই নকল ‘টিজার-পোস্টার’-টি আপলোড হয়েছে ‘ফুললি ফিল্মি’ নামের একটি ওয়েবসাইটে। তারা ফিল্ম থিম-এর মার্চেনডাইজের ব্যবসা করে বলেই এতকাল জানা ছিল। কিন্তু এমন কীর্তি তারা কেন করতে গেল, তা জানা যাচ্ছে না। এতে কার সম্মান বাড়ল, সত্যজিতের না শাহরুখের, তা নিয়ে প্রশ্ন তুলছেন বেশিরভাগ মানুষ।
সূত্র: এবেলা
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব