‘রইস’ ছবির ট্রেইলার মুক্তির পর থেকে সবার মুখেই এখন ছবিটিতে সানি লিওনের আইটেম গানটি নিয়ে চর্চা চলছে। সানি লিওনকে ট্রেইলারে মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখা গেলেও এরই মাঝে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি। আর এই গানের জন্য মোটা অংকের টাকাও নাকি পাচ্ছেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ‘লায়লা ও লায়লা’ এই গানে সানিকে দেখা যাবে ব্লাউজ এবং লেহেঙ্গায়। দর্শক যে দারুণভাবেই গ্রহণ করবে তাকে, সেটা এরই মাঝে প্রমাণিত হয়ে গেছে। সানির দারুণ পারফর্ম্যান্সের জন্য স্বয়ং শাহরুখ খান তাকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছিলেন।
এমনিতেই আসছে নতুন বছর, সেই সাথে আসর বসবে নানান রকম অনুষ্ঠানের। সেখানে এই গানের দারুণ ব্যবহার হবে বলেই আশা করছেন সবাই। আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘রইস’। এতে শাহরুখের সাথে থাকছেন নওয়াজউদ্দিন এবং মাহিরা খান।
বিডি-প্রতিদিন/ ১৮ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৫