চলতি বছরে বলিউডের আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম হৃতিক-কঙ্গনার লড়াই। হৃতিক-কঙ্গনা তাদের মধ্যে সম্পর্কের অবনতির পর থেকে পরস্পরের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলেছেন । শুধু অভিযোগেই থেমে থাকেননি তারা, এমনকি তাদের বিবাদ গড়িয়েছে আদালত পর্যন্ত।
একসময়ের ভালো বন্ধু হৃতিক রোশান এবং কঙ্গনা একের পর এক গোপন তথ্য ফাঁসও করছেন দুজন নিজেদের সম্পর্কে। এরপর কঙ্গনার পাঠানো ই-মেইল ও গোপন ছবি ফাঁস করেন হৃতিক। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কঙ্গনা। সেখানে চিঠি ফাঁস হওয়ার পর তার মানসিক অবস্থা কী হয়েছিল তা নিয়ে কথা বলেন এ অভিনেত্রী।
আইনি লড়াইয়ের সময় চিঠি এবং ই-মেইল ফাঁসের বিষয়টি উল্লেখ করে ২৯ বছর বয়সি এ বলিউড অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়েছে, পৃথিবীর সবার সামনে আমাকে নগ্ন করা হয়েছে। আমি সারা রাত আমার ঘরে কেঁদেছি। আর সবচেয়ে দুঃখের বিষয় এই চিঠি ও ই-মেইলের সব আসল নয়। মানুষ আমাকে নিয়ে উপহাস করেছে। এমনকি এখনো যখন আমি বন্ধুদের সঙ্গে একত্র হই তখন কৌতুকের বিষয়ে পরিণত হই। কিন্তু আমার সঙ্গে ঘটে যাওয়া এই বর্বরতার উত্তর আমি একইভাবে দিইনি। আর এটিই আমার বিজয়।’
বিডি-প্রতিদিন/ ১৮ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৪