জাদুর দুনিয়ার বাসিন্দা ‘হ্যারি পটার’ কে সবাই চেনে। সবার কাছেই অতি প্রিয় মুখ তিনি। তবে ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা ড্যানিয়েল রেডক্লিফের পর্দায় উপস্থিতি কিন্তু কম। তারপরেও তিনি তার ভক্তদের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছেন।
তবে ড্যানিয়েল এই জনপ্রিয়তা আর ভালোবাসাকে কাজে লাগিয়ে কিছু উদ্ভট কাজ করে চমকে দিতে ভালোবাসেন তার ভক্তদের। আর সেজন্যই সিগারেট ধরানোর জন্য ভক্তদের কাছ থেকে লাইটার চেয়ে তাদের হতভম্ব করে দিতে ভালোবাসেন তিনি।
গণমাধ্যমে এক স্বীকারোক্তিতে ২৭ বছর বয়সী তারকা অভিনেতা জানান, ‘আমি ধূমপান করি। কিন্তু নিজের কাছে লাইটার বেশি সময় রাখতে পারি না। কারণ এটা আমি খুব হারাই। আর যখনই আমি এটি কারও কাছে চাই, তারা চমকে ওঠে। তড়িঘড়ি নিজেদের পকেটে লাইটার খুঁজতে শুরু করেন তারা। কিন্তু আমাকে লাইটার দেয়ার সময় অপরাধীর মতো তাকান আমার দিকে। হয়ত তাদের মনে হয়, ‘হ্যারি পটার’কে ক্যান্সারের মুখে ঠেলে দিচ্ছেন তারা।’
বিডি-প্রতিদিন/ ১৮ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-২০