কয়েক মাস আগেও একই ছাদের নিচে বসবাস করেছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ! কিন্তু বর্তমানে সেই সম্পর্কের সমীকরণ বদলে গেছে! প্রেমিক-প্রেমিকা থেকে হঠাৎ করেই একদিন পরস্পরের কাছে অচেনা মানুষের মতো হয়ে গেলেন তারা।
ক্যাটরিনা আছেন বলে নিজের কেনা ফ্ল্যাট ছেড়ে অন্য বাসা নিয়েছিলেন রণবীর। ক্যাটরিনাও সেই ফ্ল্যাট ছেড়ে পা বাড়ালেন অন্যত্র। ফলে, বলিউডের প্রায় সকলে গেলেও রণবীরের পালি হিলসের ফ্ল্যাটে প্রবেশ করলেন না ক্যাটরিনা!
কিন্তু বলিউডের খবর বলছে, ক্যাটরিনার শুধুমাত্র অতীতই রণবীরের গৃহপ্রবেশের অনুষ্ঠানে না যাওয়ার একমাত্র কারণ নয়। কারণের উল্টো পিঠে রয়েছে তার বর্তমানও! আদিত্য রায় কাপুরের সঙ্গে একান্ত সময় কাটাবেন বলেই সেই অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা বাতিল করে দেন ক্যাটরিনা।
অন্য দিকে, প্রেমিকার ডাক পেয়ে আদিত্যও মাথা থেকে ঝেড়ে ফেলেন পার্টিতে যাওয়ার কথা! আর ক্যাটরিনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নজর রাখলেই এই বিষয়টি নিশ্চিত হওয়া যায়। সম্প্রতি প্রেম নিয়ে নানা দার্শনিক উক্তি দিচ্ছেন তিনি! যার সংখ্যা ইদানীং বাড়ছেই! স্পষ্ট বোঝা যায়, সেগুলো বিশেষ কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করেই পোস্ট করছেন ক্যাটরিনা!
তাহলে ফিতুর ছবির প্রচারে লাল গোলাপ দিয়ে যে ক্যাটরিনাকে প্রেমপ্রস্তাব দিয়েছিলেন আদিত্য, সেটা রসিকতা ছিল না? বরং ছিল রীতিমতো গুরুগম্ভীর হৃদয়ঘটিত ব্যাপার?
সেই ব্যাপার এখন হৃদয়ের সঙ্গে জুড়ে গেছে শরীরেও! একই সঙ্গে দুজনের বলিউড পার্টি এড়িয়ে যাওয়ার ঘটনা তো তাই প্রমাণ করছে!
বিডি প্রতিদিন/ ১৯ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম