'আপনার ছেলে কী বলতে পারবে সালমান খানের বিয়েটা কবে হবে?' মহামান্য আদালতে আইনজীবী অক্ষয় কুমারের এমন প্রশ্নের মাধ্যমেই শুরু হয়েছে 'জলি এলএলবি ২' ছবির ট্রেইলার। রবিবার ছবির ট্রেইলার প্রকাশ পেয়েছে।
'জলি এলএলবি ২' ছবির মূল চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। তার চরিত্রটি একজন আইনজীবীর, যিনি নিজের পেশার সম্পর্কে খুবই অনভিজ্ঞ।
সুভাষ কাপুরের পরিচালনায় 'জলি এলএলবি ২' ছবিটি মুক্তি পাচ্ছে আগামী বছরের ১০ ফেব্রুয়ারি। এতে আরও অভিনয় করেছেন আনু কাপুর ও হুমা কোরেশী।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৬/ফারজানা