বলিউডের অন্যান্য অভিনেত্রীদের সম্পর্কেই হোক বা নিজের জীবনের কিছু ভয়াবহ অভিজ্ঞতা সম্পর্কে হোক বরাবরই সোজা কথা সোজা ভাবে বলে এসেছেন সোনম কাপুর। ফের ঠিক একই ধারা বজায় রাখলেন তিনি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। নিজেই নিজের যৌন হেনস্তার বিবরণ দিলেন তিনি। ১৪ বছর বয়সে ঠিক কী হয়েছিল তার সঙ্গে সেই সাক্ষাৎকারে তিনি জানালেন।
সাক্ষাৎকারে এই বলিউড অভিনেত্রী সোনম জানালেন, বান্ধবীদের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। ছোটবেলা থেকেই আর পাঁচটা মেয়ের থেকে লম্বা ছিল সোনম। আর ঠিক সেই কারণেই বন্ধুরা যখন সিনেমা দেখতে ঢোকার লাইনে দাঁড়িয়েছে, ছোট্ট সোনম দাঁড়িয়েছিল বন্ধুদের লাইনে সবার শেষে।একটু পরেই সোনম বুঝতে পারেন, কেউ ঠিক তাঁর পিছনে এসে দাঁড়িয়েছে এবং খুব খারাপ ভাবে তাঁর গোপনাঙ্গ স্পর্শ করছে।
সোনম কাপুর জানান, ভয়ে রীতিমতো কাঁপতে থাকেন তিনি। হলের ভিতরে সিনেমা চলাকালীন সময়ও কাঁদছিলেন তিনি। এই ঘটনাটি কাউকে বলতেও চাননি প্রথমে। প্রায় দু’বছর পর পরিবারের সদস্যদের তার হেনস্তার কথা জানিয়েছিলেন।
সোনম কাপুর আরও বলেন, ''আমি জানি এই ঘটনা শুধু আমার সঙ্গেই ঘটেনি। আরও বহু নারী আছেন যারা এই ধরনের খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হন। আর তাই আমার আবেদন, না লুকিয়ে সে কথা সামনে বলুক নারীরা। নারীরা সাহসী হলেই যে এ ধরনের ঘটনার প্রবণতা কমবে।''
বিডি-প্রতিদিন/ ২০ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৪