বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বর্তমানে বিতর্কিত একটি নাম। প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে তাকে পাওয়া যায় এখন। হৃতিক রোশনের সঙ্গে প্রেমের সম্পর্ক ও মামলা নিয়ে মিডিয়ায় কম পানি ঘোলা হয়নি। বাবা মায়ের আদর থেকে বঞ্চিত হয়ে ও সেই সঙ্গে প্রেমিকের কাছ থেকে প্রতারিত হয়ে এবার কঙ্গনা জানালেন, এখন থেকে শুধুই সন্তানের জন্য বাঁচতে চান তিনি।
বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করার পর এবার কঙ্গনা মাতৃত্বের কথা ভাবছেন। এ প্রসঙ্গে কঙ্গনা জানালেন, তিনি কখনও বিয়ে করবেন না। যদিও মাঝে মাঝে তার মনে মাতৃত্বের ইচ্ছে উঁকি দেয়। তখন মনে হয়, নিজের একটি সন্তান হোক।
সেই সঙ্গে তিনি আরও বলেন, "কখনও এ ধরনের কথা বলতে হবে বলে ভাবেনি। কিন্তু এখন এই ইচ্ছের কথা চেপে রাখা মুশকিল হয়ে পড়েছে আমার জন্য। কারণ বাঁচার অবলম্বন হিসেবে সন্তান চাই আমি।"
বিডি-প্রতিদিন/ ২০ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৬