মার্কিন টিভি সিরিজ 'কোয়ান্টিকো'র বদৌলতে হলিউডে বেশ জাঁকিয়ে বসেছিলেন। তবে এখন নাকি আর ভাল লাগছে না তার। তাই যেকোনো প্রকাশে ভারতে ফিরতে চাইছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
মুম্বাইয়ে আয়োজিত একটি পুরস্কার বিতরণী মঞ্চে একথা নিজেই জানালেন নায়িকা। প্রিয়াঙ্কা বলেন, ‘জানুয়ারির মধ্যেই দু’টি হিন্দি ছবি নিয়ে কথা পাকা হয়ে যাবে। আগামী বছরই শ্যুটিংয়ের কাজ শুরু করব।’
তবে বলিউডের টানেই প্রিয়াঙ্কা দেশে ফিরছেন এমন ভাবার কারণ নেই। কারণ, প্রথম দিকে ‘কোয়ান্টিকো’ নিয়ে উৎসাহ থাকলেও, টিআরপি–র দৌঁড়ে নাকি ঢের পিছিয়ে সিরিয়ালটি। সেটি বন্ধ করার চিন্তা ভাবনা করছেন প্রযোজকরা। এদিকে ‘বেওয়াচ’ নিয়ে উত্তেজনা থাকলেও, ছবির ট্রেলরে মাত্র এক ঝলকই দেখা গেছে প্রিয়াঙ্কাকে। তাই সময় থাকতেই চেনা মাটিতে ফিরতে চাইছেন সাবেক এই বিশ্বসুন্দরী।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৬/মাহবুব