একটি আন্তর্জাতিক ব্রান্ডের বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করবেন সেলেনা গোমেজ ও প্রিয়াঙ্কা চোপড়া। এ বিষয়ে কথাবার্তা চুড়ান্ত হয়ে গেছে। প্রিয়াঙ্কার ম্যানেজার অঞ্জুলা আচারিয়া এ খবর জানিয়েছেন।
হলিউডে গায়িকা অভিনত্রী হিসেবে সুনাম আছে সেলেনা গোমেজের। ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচিত তিনি। আর সম্প্রতি টিভি সিরিজ 'কোয়ান্টিকো' দিয়ে হলিউডে নিজের পরিচিতি হয়েছেন প্রিয়াঙ্কা। সেলেনার মতো সঙ্গীতশিল্পী হিসেবে তারও সুনাম আছে। এবার দুই তারকাকেই একসঙ্গে হাজির করছে আন্তর্জাতিক ওই ব্রান্ডটি।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা