এক সময়কার পর্ন স্টার সানি লিওন এখন মাতাচ্ছেন বলিউড। সেই সানি লিওন হঠাৎ মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুক লাইভে আসেন। এতে মুহূর্তেই ভক্তদের লাইক-কমেন্টে ভরে যায় তার ওয়াল। লাইভ চলাকালিন সানিও ভক্তদের প্রশ্নের জবাব দিয়েছেন হাসি মুখে।
লাইভে সানিভক্তদের ভিড়ে রীতিমত অবাক হতে হয়। ক্ষণিকেই লম্বা লাইন পড়ে কমেন্টের। ভক্তরা সানির ‘লায়লা ও লায়লা’সহ নানা আইটেম গানের ভূয়সী প্রশংসা করেন। তাকে কাছ থেকে দেখারও আশা ব্যক্ত করেন কেউ কেউ।
স্বল্প সময়ের লাইভে ভক্তদের সব প্রশ্নের সাবলীল জবাব দিয়েছেন বর্তমান বলিউড তারকা। দেখুন সেই লাইভের কিছু অংশ-
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৬/হিমেল