সম্প্রতি মুক্তি পেল 'রইস' সিনেমার একটি আইটেম সং। আর এটাই হলো শাহরুখের সাথে সানির প্রথম স্ক্রিন শেয়ার। ‘ল্যায়লা ম্যায় ল্যায়লা, অ্যায়সি হুঁ ল্যায়লা, হার কোয়ি চাহে মুঝসে মিলনা আকেলা’। জিনাত আমান নয়- এবার এই আইটেম গানটিতেই শাহরুখের সাথে দেখা গেল সাবেক পর্নো স্টার সানিকে! গানের সঙ্গে কোমর দোলাচ্ছেন লাস্যময়ী সানি লিওন। যাকে দেখেই চোখের পাতা থমকে যাবে দর্শকের। আর সঙ্গে নিজস্ব ‘অ্যাংগ্রি ইয়ং ম্যান’ লুকে হাজির শাহরুখ খান।
১৯৮০-তে জিনাত আমন অভিনীত ‘কুরবানি’ সিনেমার ‘ল্যায়লা ম্যায় ল্যায়লা’ গানটারই রিমেক ভার্সন এটি। তবে জিনাত আমনের সঙ্গে তুলনা না টানাই ভালো। যেহেতু এখানে সানি হাজির হলেন নিজস্ব ক্যারিশ্মায়। এই আইটেম নম্বর মুক্তি পাওয়ার পর 'রইস' নিয়ে শাহরুখ ভক্তদের উন্মাদনা যে আরো বেশ কিছুটা বাড়বে তা বলাই বাহুল্য। গানটিতে সানির নাচ আর শাহরুখের লুক খানিকটা ‘ডন’ এর শাহরুখের সামনে কারিনার ‘ইয়ে মেরা দিল প্যায়ার কা দিওয়ানা’ আইটেম নম্বরের কথা মনে করিয়ে দিচ্ছে যেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার