জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসানের 'প্রিয় অসুখ' শিরোনামে নতুন একটি গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। দুই দিন না যেতেই গানটির ভিডিও দেড় কোটি বারেরও বেশি দেখা হয়েছে। গানটির পাশাপাশি ভিডিওর প্রশংসায় মেতেছেন অনেকে।
কেউ কেউ আবার ভিডিওটির দৃশ্যধারণের জায়গার নাম জানতে চেয়েছেন। কারণ ভিডিওটির যেসব লোকেশনে ধারণ করা হয় সেগুলো বেশ সুন্দর। গায়কের পাশাপাশি মডেলদেরও প্রশংসা করেছেন দর্শকরা। প্রিয় গায়কের কাছ থেকে এরকম কাজ প্রত্যাশা করেছেন তারা। তাহসানও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর, ২০১৬/ফারজানা