ক্যারিয়ারের শুরুতে কারিনা কাপুর আর বিপাশা বসুর ভেতর সম্পর্ক ভালা ছিলনা বটে। তবে এখন কারিনা কাপুরের প্রশংসায় পঞ্চমুখ বিপাশা বসু। সদ্য মা হয়েছেন কারিনা কাপুর। বিপাশার মতে, ‘গর্ভবতী থাকাকালীন সকলকে অনুপ্রেরণা জুগিয়েছেন কারিনা। ওই অবস্থায় বন্ধু–বান্ধব, কাজকর্ম ঠিক সামলে নিয়েছে সে। বাচ্চা জন্মের একদিন আগে পর্যন্ত নিজেকে ব্যস্ত রেখেছে। তাকে দেখে আমাদের শেখা উচিত।’
২০০১ সালে ‘আজনাবি’ ছবিতে বিপাশা ও কারিনাকে একসঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু দু’জনের মধ্য ভাব জমেনি। শ্যামলা বিপাশাকে ‘কালি বিল্লি’ বলে উল্লেখ করেছিলেন কারিনা। পরবর্তীকালে বিপাশার সাবেক প্রেমিক জন অ্যাব্রাহামকে নিয়েও কটাক্ষ করেছিলেন বেবো। তবে সেসব কিছুই এখন অতীত।
জনের সঙ্গে বিপাশার সম্পর্ক চুকেছে বহুদিন আগেই। এ বছর অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেছেন তিনি। তাই কারিনার সঙ্গেও এখন ঝামেলা মিটিয়ে নিতে চাইছেন তিনি। ব্যক্তিগত জীবনে কারিনাকে অনুসরণ করতে চান বলেও জানিয়েছেন। বিপাশার মতে, ‘বিয়ের পর মা হতে ৫ বছর সময় নিয়েছিলেন কারিনা। আমি দু’বছর সময় চাই।’
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৬