ভারতের বিখ্যাত কুস্তিগীর মহাবীর ফোগাতের জীবনের ঘটনা নিয়েই নির্মীত হয়েছে ছবি ‘দঙ্গল’। আমির খান মাসের পর মাস পরিশ্রম করে নিজেকে গড়েছেন মহাবীর ফোগাতের আদলে। ‘দঙ্গল’ মুক্তির পর পর্দায় আমিরকে নিজের চরিত্রে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন মহাবীর নিজেই।
সিনেমার উদ্বোধনী প্রদর্শনীতে মহাবীর ফোগাত সপরিবারে উপস্থিত ছিলেন। ছবিটি শেষে আমিরকে জড়িয়ে ধরেন তিনি। ছবিটির প্রদর্শনী শেষে এক সাক্ষাৎকারে নিজেদের অনুভূতি তুলে ধরে ফোগাত পরিবার।
সাক্ষাৎকারে মহাবীর ফোগাত বলেন, “খুব ভালো লেগেছে ছবি। গল্পটা আমার ছিল, কিন্তু শচীনজি, রাজ থ্যাকারেজি যখন দেখে বের হচ্ছিলেন ছবিটা, তারাও আমিরকে বলেছেন, অনেক পরিশ্রম করে ছবিটি করেছেন, খুব ভালো লেগেছে।”
‘দঙ্গল’-এ দেখানো হয় কীভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের দুই মেয়ে ববিতা ও গীতাকে কুস্তিগীর হিসেবে তৈরি করেন মহাবীর ফোগাত। ববিতা ফোগাত এ ব্যাপারে বলেন, “বিখ্যাত সব ব্যক্তিরা যখন জিজ্ঞেস করছিলেন, বাস্তবেও কি একরমই ঘটেছিল? আমরা বলেছি, এ তো কিছুই নয়, এর চেয়েও অনেক বেশি পরিশ্রম করেছি।”
তিনি আরও বলেন, “সাধারণ দুই মেয়ে থেকে কুস্তিগীর হওয়ার রাস্তাটা অনেক লম্বা । পুরোটা তো দুই-আড়াই ঘন্টার সিনেমায় তুলে আনা সম্ভব নয়। তারপরও, আমির খান, সাক্ষী মালিক, সানিয়া মালহোত্রা, ফাতিমা সানা শেখরা তাদের সর্বোচ্চটাই দিয়েছেন। একারণেই খুবই সুন্দর করে উঠে এসেছে আমাদের গল্প।”
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৩