আগাম আয়করদাতাদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন হৃতিক রোশন। ৮০ কোটি টাকা আগাম কর দিয়ে আমির খানকে হটিয়ে শীর্ষে উঠেন তিনি।
সেপ্টেম্বর মাস থেকে এই তালিকায় বিভিন্ন বলিউড সুপারস্টারদের নাম এসেছে। শেষ পর্যন্ত অনেকেই ভেবেছিলেন আমির খানই এই তালিকার শীর্ষে থাকবেন। কিন্তু, ডিসেম্বর মাসের মাঝখানে তালিকার চিত্র বদলে গেল। ৭৪ কোটি রুপি কর জমা দিয়ে আমির খান এখন দ্বিতীয় স্থানে। গত বছর ডিসেম্বর পর্যন্ত হৃতিক মোট ৫০ কোটি রুপি আয়কর জমা দিয়েছিলেন। এই বছর সেই রুপি বেড়ে দাঁড়িয়েছে ৮০ কোটি।
আগাম কর দিয়ে তৃতীয় স্থানে রয়েছেন অভিনেতা রণবীর কাপুর। বলিউড সুপারস্টারদের মধ্যে এখন অর্থের নিরিখে ২০১৬ বেশ ভালই যাচ্ছে হৃতিকের মনে করছে বলি পাড়া।
বিডি প্রতিদিন/ ২৩ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম