সম্প্রতি বাবা হয়েছেন সাইফ আলি খান। ফেসবুকে তাকে শুভেচ্ছা জানালেন করিনা কাপুরের সাবেক প্রেমিক শাহিদ কাপুর। অভিনন্দন জানিয়েছেন অন্যান্য বলিউড তারকারাও। এমনিতেও সাইফের সঙ্গে দিব্যি ভাওল সম্পর্ক রয়েছে শাহিদের।
সাইফ ও শাহিদ একসঙ্গে ‘রেঙ্গুন’ ছবিতে অভিনয়ও করছেন তারা। তাই বলে জন সমক্ষে এমন গলায় গলায় ভাব দেখাননি তারা। ফেসবুকে এমন কাণ্ডটি ঘটিয়েছেন তাদের ভক্তরা। সালমান খান, আমির খান সহ বিখ্যাত ব্যক্তিদের ভুয়া অ্যাকাউন্টে ছেয়ে গেছে ফেসবুক। সেখানেই এমন ঘটনা চোখে পড়েছে।
সাইফের নামে ভুয়া অ্যাকাউন্টে লেখা হয়, ‘পুত্রসন্তানের বাবা হতে পেরে গর্ব বোধ করছি। নাম দিয়েছি তৈমুর আলি খান।’ সঙ্গে সঙ্গে তাতে মন্তব্য করেছেন সালমান খান, আমির খান, শাহিদ কাপুর, করণ জোহর এমনকি সাংবাদিক অর্ণব গোস্বামীও।
শাহিদ লিখেছেন, ‘অভিনন্দন, কী নাম রাখলে?’ সালমান লিখেছেন, ‘অবশেষে দাবাং ২৪–এ আমার হারিয়ে যাওয়া ভাইয়ের খোঁজ পেলাম।’ আমির লিখেছেন, ‘কাঁদার জন্য ইতিমধ্যেই একটি তোয়ালে কিনে ফেলেছি।’ সাংবাদিক অর্ণব গোস্বামী লিখেছেন, ‘দেশ জানতে চায়, তৈমুরের ডাকনাম কি ঔরঙ্গজেব।’ ভুয়া অ্যাকাউন্টে আবার দেখা মিলেছে মাত্র চারদিনের তৈমুরের। সে বলেছে, ‘আরে এই তো পৃথিবীতে এলাম। প্রাণ ভরে শ্বাস নিতে দাও দেখি।’
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৩