কয়েকদিন আগেই রণবীর ও দীপিকার ভেতর মন কষাকষি চলছিল বলে খবর রটেছিল বলিউড পাড়ায়। কিন্তু আসল ব্যপারটা কিন্তু তা নয়। আসলে ভালই প্রেম চলছে রণবীর ও দীপিকার মধ্যে। তাইতো নতুন বছরকে স্বাগত জানাতে হঠাৎ ‘গোপনে’ বেড়াতে চলে গেলেন তারা।
কয়েকদিন আগেই সঞ্জয়লিলা বানসালির নতুন ছবি 'পদ্মাবাতী' এর শুটিং শুরু হয়েছে। সেখানে কাজ করছেন রণবীর ও দীপিকা দু'জনই। নতুন বছর শুরু হওয়ার আগে প্রথম পর্যায়ের শুটিংয়ের কাজও শেষ হয়েছে। কাজের পর ছুটিতেই নাকি গোপনে বিদেশ পাড়ি দিয়েছেন এই দু’জনে। ক্রিসমাসের দিন থেকে একেবারে বছর শেষের দিন কাটিয়ে যুগলে ফিরবেন দেশে। তারপরে ফের পদ্মাবতীর শুটিংয়ে মন দেবে।
তবে রণবীরের কাজের চাপ কম থাকলেও এখন চরম ব্যস্ততার জীবন দীপিকার। সামনেই 'এক্সএক্সএক্স–দি জ্যান্ডার কেজ' মুক্তি পেতে যাচ্ছে। সারা পৃথিবী সহ ভারতেও ছবির প্রচারে থাকতে হবে দীপিকাকে। সঙ্গে রয়েছে শুটিং।
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৭