শুধু অভিনয় দক্ষতাই নয়, তার ফ্যাশন, স্টাইল নিয়েও জোর আলোচনা হয় বলিউডে। কারণ আলিয়া ভাট যে মেজাজেই থাকুন না কেন একটা আলাদা ঔজ্জ্বল্য থাকে তার মধ্যে। কখনও আলিয়া থাকেন ‘কুল’ আবার কখনও বা তিনি থাকেন হালকা মেজাজে। তা সে যে মেজাজেই থাকুন না কেন একটা আলাদা স্টাইল বজায় রাখেন আলিয়া।
তবে এই ফ্যাশনের ব্যপারে আলিয়া নিজে ভীষণ খুঁতখুঁতে। তাই কোনও নতুন পোশাকে কোথাও বেরোনোর আগে তার ‘মেন্টর’ করণ জোহরকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেন। আর করণও তা দেখে মন্তব্য করেন। পোশাক বা স্টাইল ঠিক থাকলে করণ যেমন সবুজ সংকেত জানিয়ে দেন, তেমনই আলিয়ার পোশাক পছন্দ না হলে সেটাও জানিয়ে দেন তৎক্ষণাৎ। আলিয়াকে তার স্টাইল নিয়েও নানা পরামর্শ দেন করণ।
বলিউডবাসীদের লেন্সবন্দি করার জন্য পাপারাৎজিরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকেন। বিশেষ করে বিমানবন্দরে আসা-যাওয়ার রাস্তায়। তাই করণ বলেন, তুমি কত টাকার টিকিটে বিদেশ গেলে, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তুমি কি পোশাকে বিমানবন্দরে এলে, বা বেরিয়ে গেলে। কারণ পাপারাৎজিরা ওই মুহূর্তটাকেই লেন্সবন্দি করবেন। এবং ম্যাগাজিন বা সংবাদপত্রে ছবি সহ খবর প্রকাশ করবেন।"
তাই আলিয়া ভাটকে করণের পরামর্শ, "পরিস্থিতি অনুযায়ী নিজের সাজ-পোশাকের পরিবর্তন কর। জনসমক্ষে তোমার স্টাইল নিয়ে যেন কোনও সমালোচনা না হয়।"
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১১