মডেল-অভিনেত্রী নাফিসা কামাল ঝুমুর পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। স্বামী সৈয়দ আসিফ হোসাইন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক।
ঝুমুরের ভক্ত আসিফ। ফেসবুকের মাধ্যমে দুই জনের পরিচয় হয়। প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিলেও দুই পরিবারের কোনো আপত্তি ছিল না। তাই পারিবারিকভাবেই বিবাহ সম্পন্ন হয়েছে।
বুধবার গায়ে হলুদের আয়োজন করা হয়। বৃহস্পতিবার পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শুক্রবার উত্তরায় একটি কমিউনিটি সেন্টারে ঝুমুর-আসিফের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৬/ফারজানা