অভিনেত্রী জিয়া খানের মৃত্যুতে একসময় তোলপাড় সৃষ্টি হয়েছিল বলিউডে। বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন-তর্ক-বিতর্ক উঠেছে এই মৃত্যুকে ঘিরে।
আর অভিনেত্রীর এই মৃত্যুতে জড়িয়ে পড়ে আদিত্য পাঞ্চোলির ছেলে সূরয পাঞ্চোলিও। জিয়ার বয়ফ্রেন্ড সূরয পাঞ্চোলির সাথে জড়িয়ে পড়ে তার পরিবারও। এবার এই সমগ্র ব্যাপারটি আরও একবার ওপরে উঠে এল আদিত্য পাঞ্চোলির একটি পিটিশনের হাত ধরে।
এবার আদিত্য পাঞ্চোলি, স্ত্রী জারিনা এবং মেয়ে সানা পাঞ্চোলি, জিয়া খানের মা রাবিয়া খানের বিরুদ্ধে বৃহস্পতিবার বোম্বে হাইকোর্টে একটি মানহানির পিটিশন জমা দিয়েছেন।
জিয়ার মৃত্যুকে ঘিরে একসময় তার মা রাবিয়া সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ওই তারকার পরিবারের সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করায় ১০০ কোটি টাকার এই মানহানির মামলা দায়ের করা হয় পাঞ্চোলি পরিবারের পক্ষ থেকে। সব ঠিক থাকলে এই পিটিশনের শুনানি আগামী সপ্তাহে হতে পারে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৬/হিমেল