আগামী বছরের ১৪ জানুয়ারি বসছে ভারতের চলচ্চিত্র অঙ্গণের সবচেয়ে জনপ্রিয় সম্মাননা 'ফিল্মফেয়ার' এর ৬২তম আসর। এতে উপস্থাপনার দায়িত্বে থাকছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা-অভিনেতা জুটি করণ জোহর ও শাহরুখ খান। শুক্রবার একটি সংবাদ সম্মেলনে উপস্থাপকদের নাম ঘোষণা করে ফিল্মফেয়ার কর্তৃপক্ষ।
করণ জোহরের পরিচালনায় বেশিরভাগ ছবিতেই অভিনয় করেছেন শাহরুখ। দু'জনের মধ্যকার বোঝাপড়াও বেশ ভালো। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা দিয়ে দর্শক মাতিয়েছেন। এবারও করণ-শাহরুখ জুটি সে ধারাবাহিকতা বজায় রাখবেন, এটাই কর্তৃপক্ষের প্রত্যাশা।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৬/ফারজানা