গত শুক্রবার মুক্তি পেয়েছে আমির খান অভিনীত বহুল আলোচিত ছবি ‘দঙ্গল'। আর মুক্তির প্রথম দিনেই অনলাইনে আগাম টিকিট বুকিংয়ে রেকর্ড করে ফেলেছে ছবিটি।
শুক্রবার প্রকাশিত ভারতের সবচেয়ে বড় অনলাইন বুকিং সংস্থার রিপোর্টের দাবি, ২০১৬ সালে মুক্তি পাওয়া যে কোন ছবির তুলনায় ৪০ শতাংশ বেশি আগাম টিকিট বুকিং হয়েছে দঙ্গলের। ভারতীয় রুপির অংকে যা ২০ কোটির বেঞ্চ মার্ক পেরিয়েছে অনায়াসেই।
ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ছবি মুক্তির পরবর্তী দু’দিন শনি ও রবিবার অনলাইনে ‘দঙ্গল’-এর জন্য বুকিংয়ের মোট অংক ২০ কোটি টাকা ছাড়িয়েছে। শুধু তাই নয়, অনলাইনয়ে সবচেয়ে তাড়াতাড়ি ১০ লাখ টিকিট বিক্রির রেকর্ডও এখন ‘দঙ্গল’-এর পকেটে। তাই সব মিলিয়ে নগদ সমস্যার বাধা পেরিয়ে সহজেই প্রথম দিনে ২৫ কোটি টাকারও বেশি কামিয়েছে আমির খানের ‘দঙ্গল’।
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব