অস্কার দৌড়ের প্রাথমিক তালিকা প্রকাশের সাথে সাথেই চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় অ্যাকাডেমি পুরস্কার সম্পর্কে সোজাসাপ্টা মন্তব্য করে দিলেন বলিউড বাদশা শাহরুখ খান৷ বিদেশি পুরস্কার নয়, ভারতীয় ছবির সতন্ত্র তুলে ধরার প্রতি আহ্বান জানালেন তিনি।
শাহরুখ খান বলেন, "অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠান সব সময়ই আমাদের উদ্বুদ্ধ করে, কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে এটা আমাদের বেঞ্চমার্ক নয়৷ ভারতীয় ছবির পক্ষে এমন মাপকাঠি স্থির করা উচিতও নয়৷ অস্কার পুরস্কার দীর্ঘদিন ধরে চলছে৷ এই কারণেই তারা একটা অ্যাকাডেমি তৈরি করেছেন, যাতে পুরস্কার প্রদানের মধ্যে একটা নির্দিষ্ট মান থাকে৷ পাশাপাশি গোল্ডেন গ্লোব, বাফটার মতো পুরস্কার অনুষ্ঠান থাকলেও অস্কার অনুষ্ঠান হল জনপ্রিয়তম এবং প্রচুর মানুষ এটা দেখেন৷"
এরপর এই বলিউড কিং বলেন, "আমরা যদি ভারতীয় ছবির জন্য ওই রকম একটা প্রপার্টি তৈরি করতে পারি তাহলে মঙ্গল৷ ওদের কাছ থেকে নানা রকম ব্যাপারে উদ্বুদ্ধ হতে পারি আমরা৷ কিন্ত্ত ওদের বেঞ্চমার্কটাই যে সেরা সেটা ভাবার কোনও কারণ নেই৷ আমরা আমাদের বেঞ্চমার্ক বরং তৈরি করি৷"
শাহরুখ মনে করেন সারা পৃথিবীর দর্শকের কাছে ভারতীয় সিনেমার একটা স্বতন্ত্র ইমেজ তুলে ধরা উচিত৷ তিনি বলেছেন, ‘আমি হলিউড সেলিব্রিটিদের সঙ্গে সময় কাটিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি তাতে আমার মনে হয়েছে তারা অনেক বেশি উদার৷ প্রত্যেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকে৷ তাদের কাছে নমিনেটেড হওয়াটাই একটা সম্মানের ব্যাপার৷ আমাদের এখানে এই উদারতার অভাব রয়েছে৷’
বিডি-প্রতিদিন/ ২৫ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১১