গত ২০ ডিসেম্বর পুত্র সন্তানের মা হন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। বাবা বলিউড অভিনেতা সাইফ আলী খানের নাম অনুসারে তার নাম রাখা হয়েছে তৈমুর আলী খান। আর এই নাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ ভারতের অনেকেই সাইফ-কারিনা দম্পতির পুত্রের তৈমুর নামটি মেনে নিতে পারছেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে ‘তৈমুর’ নাম নিয়ে তুমুল সমালোচনা। তাদের বক্তব্য, ইরান থেকে ভারত উপমহাদেশে আসা অত্যাচারি যোদ্ধা তৈমুর লংয়ের নাম অনুসারে কেন সাইফ-কারিনার ছেলের নাম রাখা হল। কেন অত্যাচারি এক যোদ্ধার নামই পুত্রের জন্য নির্ধারণ করলেন সাইফিনা দম্পতি।
বেশ কয়েকদিন ধরেই এই নাম নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন সাইফের পরিবার। তাদের যুক্তি, নবাব আমলের ধারা বজায় রেখেই কারিনার ছেলের নাম রাখা হয়েছে। পৃথিবীর সব মহান যোদ্ধারাই ভালো মন্দ মেশানো মানুষ।
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব