দক্ষিণী ছবির মহাতারকা চিরঞ্জিবী ৯ বছর পর এবার ফিরতে চলেছেন অভিনয়ে। তার সেই প্রত্যাবর্তন হতে চলেছে, ‘ব্যাক উইথ আ ব্যাং’-এর আকারে। কারণ চিরঞ্জিবীর আসন্ন ছবি ‘কয়েদি নম্বর ১৫০’ মুক্তির আগেই আয় করে ফেলেছে ১০০ কোটি টাকারও বেশি।
তেলুগু এই চলচ্চিত্র আসলে তামিল ব্লকবাস্টার ‘কাঠথি’র রিমেক। এই সিনেমার মাধ্যমেই ‘কামব্যাক’ ঘটতে চলেছে মেগাস্টার চিরঞ্জিবীর। সিনেমাটির টিজার বা ট্রেলারও এখনও রিলিজ করেনি। কিন্তু তাতে কী? সিনেমার আয় ১০০ কোটি ছাড়িয়ে গেছে বলে জানা যাচ্ছে।
কীভাবে রিলিজের আগেই একটি সিনেমা এই বিপুল পরিমাণ অর্থ আয় করে ফেলতে পারে! সূত্র জানায়, সিনেমাটির স্যাটেলাইট রাইট এবং ডিস্ট্রিবিউশন রাইট বিক্রি করেই এই অঙ্কের অর্থ নিজেদের ঘরে তুলেছে প্রোডাকশন হাউজ।
অনেক ফিল্ম বিশেষজ্ঞের মতে, ‘কয়েদি নম্বর ১৫০’ ২০১৭-র সর্বাধিক প্রতীক্ষিত সিনেমা। ফিল্মটি বক্স অফিসে কতটা সাফল্য পায় সেটাই এখন দেখার।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম