‘পাপা চিক চিক’ শিরোনামের নতুন একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন নায়লা নাঈম। এতে তার সঙ্গে আছেন সঙ্গীতশিল্পী এইচ এম রানা। ৩১ ডিসেম্বর প্রকাশ করা হবে এই ভিডিওটি। এটি পরিচালনা করছেন চলচ্চিত্র পরিচালক আশিকুর রাহমান।
গানের কথা ও সুর করেছেন এইচ. এম. রানা নিজেই। ব্যয়বহুল এ মিউজিক ভিডিও সবাইকে মাতিয়ে রাখবে বলে প্রত্যাশা তার।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৬/ফারজানা