এবার আর গুজব নয়, সত্যিকার অর্থেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ক্যারি ফিশার। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র তিনদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার ৬০ বছর বয়সে মারা যান ‘স্টার ওয়ার্স’ ছবির বিখ্যাত এই অভিনেত্রী।
আজ স্থানীয় সময় সকাল আটটা পঞ্চান্ন মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন ক্যারি। একটি বিবৃতিতে তার মেয়ে বিলি লর্ড জানান, ‘ক্যারি ফিশার পুরো বিশ্বের সকলের কাছে ভালোবাসার পাত্রী ছিলেন। সবাই তাকে মনে করবেন আজীবন। আমাদের পুরো পরিবার আপনাদের ধন্যবাদ জানাই, যারা তার জন্য প্রার্থনা ও ভালোবাসা প্রদান করেছেন।'
হলিউডের অন্যতম ‘স্টার ওয়ারস’ এর সিরিজে তার অভিনয় আজও তাকে সিনেমাপ্রেমীদের মনে উজ্জ্বল রেখেছে। তার সেই চরিত্র এতটাই মোহময়ী যে, সেই জাদু বহুদিন আগেই হলিউড ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়েছে। ১৯৭৭ থেকে ১৯৮৩ সালে মধ্যে তৈরি হওয়া ‘স্টার ওয়ার্স’ এর তিনটি ছবিতেই অভিনয় করেছিলেন ক্যারি। বিদ্রোহী নেত্রী রাজকুমারী লেইয়ার চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছিল।
বিডি-প্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৮