চলতি মাসের শুরুতে ঋত্বিক–সুজান রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন ছেলেদের নিয়ে। এবার ছেলেদের নিয়েই দুবাইতে গেলেন ঋত্বিক আর সাবেক স্ত্রী সুজান খান। বছরের শেষটা সেখানেই কাটাবেন তারা। তাদের সঙ্গে রয়েছেন সুজানের ভাই জায়েদ খানের স্ত্রী মালাইকা ও তার দুই ছেলে।
সমুদ্র সৈকতে বসে পরিবারের ছবি সোশাল সাইটে পোস্ট করেছেন সুজান। তার পরেই জল্পনা, তবে কি ফের জোড়া লাগতে চলেছে ভাঙা সম্পর্ক। আবার কি ঋত্বিকের সঙ্গে ঘর করতে আসবেন সুজান। সে রকম কিছু নয়। শুধুই ছেলেদের সঙ্গে সময় কাটাবেন বলেই দুজনে একসঙ্গে দুবাইতে।
এর আগে রেহান আর হৃদানকে নিয়ে ক্রিসমাসের ছুটি কাটাতে সুইজারল্যান্ড গিয়েছিলেন ঋত্বিক। সেখান থেকেই দুবাই পৌঁছেছেন। জানুয়ারির প্রথম সপ্তাহেই মুম্বাই ফিরবেন তিনি। তারপর নেমে পড়বেন ‘কাবিল’ ছবির প্রচারে। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি।
বিডি প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৪