২০১৭ সালেই বিয়েটা সেরে ফেলবেন বলে ভাবছেন কঙ্গনা রানাউত। এক অনুষ্ঠানে যোগ দিতে এসে নাকি এমনটাই জানিয়েছেন তিনি।
যানা যায়, ২০১৭ সালেই বিয়ে করার পরিকল্পনা করছেন এই নায়িকা। তবে কাকে বিয়ে করছেন? সে ব্যাপারে তেমন কিছুই বলেননি তিনি। মিষ্টি হেসেই এড়িয়ে গেছেন পাত্রের নাম। হৃতিক রোশনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কাদা ছোড়াছুড়ি হয়েছে অনেক। সেই কারণে প্রায় পুরো বছর জুড়েই মানসিক অশান্তিতে কাটিয়েছেন কঙ্গনা। কিছুদিন আগেই হৃতিকের সঙ্গে তার আইনি ঝামেলা মিটল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, বলিউড ইন্ডাস্ট্রিতে সম্পর্ক টিকিয়ে রাখা অনেক কষ্ট। তাই আমার দ্বারা বলিউডের কোনো অভিনেতাকে বিয়ে করা একেবারেই অসম্ভব।
বিডি প্রতিদিন/এ মজুমদার