জন গ্রিনের লেখা 'দ্য ফল্ট ইন আওয়ার স্টারস' অবলম্বনে তৈরি হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন আদিত্য রায় কাপুর। ছবিটি প্রযোজনা করছে করণ জোহরের ‘ধর্মা প্রোডাকশন।’ ছবিতে আদিত্যর বিপরীতে অভিনয় করছেন আলিয়া ভাট।
'হেজেল গ্রেস' চরিত্রটির জন্য প্রথম থেকেই আলিয়াকে ভেবে রেখেছিলেন করণ। তবে মনের মতো নায়ক পাচ্ছিলেন না। সম্প্রতি 'ওকে জানু' ছবিতে আদিত্যর অভিনয় খুব ভাল লাগে তার। তারপরই প্রস্তাব দিয়ে ফেলেন।
শ্যুটিংয়ের জায়গা, পারিশ্রমিক ইত্যাদি নিয়ে এখনও পাকা কথা হয়নি। তবে ওসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না আদিত্য। করণ জোহরের প্রযোজনায় কাজ করতে পেরেই খুশি তিনি। আগামী বছর জুন-জুলাই নাগাদ ছবির শ্যুটিং শুরু হবে।
চিত্রনাট্য লিখছেন ‘ফাইন্ডিং ফ্যানি’ ছবির পরিচালক হোমি আদজানিয়া। ছবিতে দুই ক্যান্সার আক্রান্তের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আদিত্য ও আলিয়াকে। এর আগে, ২০১৪ সালে জন গ্রিনের বইটি অবলম্বন করে হলিউডে 'দ্য ফল্ট ইন আওয়ার স্টারস' ছবিটি তৈরি হয়েছিল। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শাইলিন উডলি এবং অ্যাঞ্জেল অ্যালগর্ট।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা