বলিউডের ‘সিরিয়াল কিসার’ ইমরান হাসমি একথা শুনলে হয়তো ঈর্ষা করবেন। কিন্তু সত্যিটা হচ্ছে যে চুমু খাওয়ায় ব্র্যাড পিটের জুড়ি মেলা ভার। এমনই দাবি করলেন পিটের সাবেক বান্ধবী সিনিট্টা।
সম্প্রতি মার্কিন গায়িকা সিনিট্টা একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা দু’জনেই এখন একা। আবার ডেটিং শুরু করতেই পারি। আর সাবেক প্রেমিকা হিসেবে আমি জানি যে, চুমু খাওয়ায় পিটের জুড়ি মেলা ভার।’
১৯৮৮ সালে ডেটিং শুরু করেন অভিনেতা ব্র্যাড পিট ও সিনিট্টা। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০০২ সালে সিনিট্টা বিয়ে করেন অ্যান্ডি উইলনারকে। ২০১০ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। অন্যদিকে ২০০০ এ ব্র্যাড পিট বিয়ে করেন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনকে। কিন্তু সেই সম্পর্ক ৫ বছরের বেশি টেকেনি।
এরপর ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্ক তৈরি হয় অ্যাঞ্জেলিনা জোলির। সেই সম্পর্কও আজ আর নেই। ব্র্যাড পিট এখন একা। সেই সঙ্গে সিনিট্টাও। এই দু’জন আবার কাছাকাছি আসবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
বিডি প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-২