টি সিরিজ-এর একটি মিউজিক ভিডিও ‘জাহা তুম হো’ নিয়েই হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। এই মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে মাত্র ১২ দিন আগে। কিন্তু এরই মধ্যেই ৩ কোটির বেশি বার দেখা হয়ে গেছে ভিডিওটি।
সম্প্রতি যেসব সেক্স কমেডি ছবি তৈরি হচ্ছে বলিউডে তার বেশিরভাগই বক্স অফিসে ফ্লপ। তবে যদি ছবির ট্রেইলার দেখার প্রতিযোগিতা হয় তাহলে কিন্তু চিত্রটা অন্যরকম দেখাবে। আর সেই জন্যই নতুন এই মিউজিক ভিডিও নিয়ে মাতামাতি হচ্ছে। কারণ এত দিন পর্যন্ত দেশে বলিউডে যত মিউজিক ভিডিও তৈরি হয়েছে এটি নিঃসন্দেহে উষ্ণতার দিক থেকে একেবারে ওপরের দিকে থাকবে। তারই ফল ৩ কোটি হিট। এতে পারফর্ম করেছেন শ্রেয় সিঙ্ঘাল এবং আকাঙ্খা পুরী।
বিডি প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৫