চলতি বছরের শেষ দিনে মেয়ে মিশার প্রথম ছবি প্রকাশ করলেন শাহিদ কাপুর। তবে পিচ্চি মিশার একরত্তি মুখও দেখা যাচ্ছে না সেই ছবিতে। শুধুই গোলাপি জুতো পরা দুটো খুদে পা দেখা যাচ্ছে। ছবির নিচে লেখা ‘মি–শু’।
এ বছরের আগস্টে মেয়ের জন্ম দিয়েছেন শাহিদের স্ত্রী মীরা রাজপুত। সেই থেকে মেয়েকে বরাবর আড়াল করে রেখেছেন শাহিদ। স্ত্রীকে নিয়ে মাঝেমধ্যে রেস্তোরাঁ বা ক্যাফেতে গেলেও তাদের সঙ্গে মেয়ে ছিল না। সংবাদমাধ্যম প্রচুর উঁকিঝুঁকি দিয়েছে এই দম্পতির মেয়ের এক ঝলক দেখার জন্য। কিন্তু লাভ হয়নি।
কোথাও যাওয়ার সময় মেয়েকে কোলে নিয়ে চেপে নিয়েছেন শাহিদ। এবার মেয়ের এক ঝলক প্রকাশ করলেন বটে, তবে বোঝার উপায় নেই কার মতো দেখতে। এখন সঞ্জয়লীলা বনসালির ‘পদ্মাবতী’ ছবির কাজে ব্যস্ত শাহিদ। ছবিতে রানী পদ্মিনীর বর রানা রতন সিংয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি।
বিডি প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-২০