মানুষকে নতুনভাবে বেঁচে থাকার বার্তা দিয়েছে সৃজিত মুখার্জির 'হেমলক সোসাইটি' ছবিটি। আলোচিত এ ছবির হিন্দি রিমেক হচ্ছে। এটাও পরিচালনা করেছেন সৃজিত। বর্তমানে তিনি ব্যস্ত আছেন 'রাজকাহিনীর' হিন্দি রিমেক 'বেগমজান' নিয়ে।
'হেমলক সোসাইটি' ছবিটি মুক্তি পায় ২০১২ সালের ২২ জুন। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক ও পরমব্রত চ্যাটার্জি।
অন্যান্য চরিত্রে অভিনয় করেন রূপা গঙ্গোপাধ্যায়, দীপঙ্কর দে, সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, জিৎ, সব্যসাচী চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, শিলাজিৎ মজুমদারসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/২ জানুয়ারি, ২০১৭/ফারজানা