এই চরিত্রের প্রস্তুতি হিসেবে নায়িকাকে নাকি পর্ন দেখতে হয়েছিল। ২০টি পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা দেখাতে গিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয় ‘সেক্সহলিক’এর পরিচালককে। আর এবার নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে গেল অভিনেত্রী শামা সিকন্দরের ‘সেক্সহলিক’ এর বেশ কিছু দৃশ্য।
স্বল্প দৈর্ঘ্যের এই ছবিতে কাম-উন্মাদ এক মহিলার চরিত্রে অভিনয় করছেন শামা। নিজের কামোন্মদনা পূরণে ৭ মাসে একে একে ২০ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন তিনি। আর এ সব কিছুই একদিন নিজের স্বামীকে জানান শামা।
অসম্ভব সাহসী এক চরিত্রে অভিনয় করার জন্য বেশ প্রশংসিত হন শামা সিকন্দর। কিন্তু পুরুষ সঙ্গীদের কথা, ঘনিষ্ঠতার কথা ভেবে ছবিতে তাঁর শরীরী খেলার দৃশ্যগুলি ইন্টারনেটে ভাইরাল হতে সময় লাগেনি। দেখুন সেই ভিডিওটি-
বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৭/হিমেল