বলিউডের শক্তিমান অভিনেতা ওম পুরী (৬৬) শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ওম পুরীর ঘনিষ্ঠ বন্ধু এবং পরিচালক অশোক পণ্ডিতই প্রথম ট্যুইটারে ওম পুরীর মৃত্যু সংবাদ জানান। তিনি জানান, এদিন সকালে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন এই অভিনেতা। ওম পুরীর গাড়ির চালক বার বার বেল বাজিয়ে সাড়া না পেয়ে বিষয়টি অন্যদের নজরে আনেন।
তার পরেই ট্যুইটারে একের পরে এক বলিউড অভিনেতা, পরিচালকদের প্রতিক্রিয়া আসতে শুরু করে। তার এ আকষ্মিক মৃত্যু কিছুতেই বিশ্বাস করতে পারছে না বলিউড।
আসুন দেখে নিই কিছু প্রতিক্রিয়া-বিডি-প্রতিদিন/এস আহমেদ