ভারতের বেঙ্গালুরুতে নববর্ষের প্রাক-সন্ধ্যায় নারীদের সঙ্গে যে অকথ্য ব্যবহার প্রত্যক্ষ করেছে, এর কোনও তুলনা হয় না। টেলিভিশনের পর্দায় কোনও ‘সুস্থ মস্তিস্কের’ মানুষ যে এমনটা করতে পারেন তা না দেখলে বিশ্বাস করা কঠিন হত।
রিয়েলিটি শো বিগ বস-এর প্রতিযোগী স্বামী ওম একটি মগের মধ্যে প্রস্রাব করে তা ছুড়ে মারেন অন্য এক প্রতিযোগীর বাণী-র গায়ে। ফল স্বরূপ তাকে বিগ বসের ঘর থেকে তাড়ানো হয়েছে।
এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল সকলে। শো শুরু হওয়ার প্রথম দিন থেকে এই স্বঘোষিত গডম্যানের মুখ থেকে যে বাণী বেরিয়েছে তা রীতিমতো অস্বস্তিকর। বিশেষত নারীদের বিরুদ্ধে অপমানজনক বহু কথা শোনা গেছে তার মুখ থেকে।
সাবেক রোডি কনটেস্ট্যান্ট এবং বর্তমানে এম টিভি VJ বাণী-র সঙ্গে স্বামী ওমের ঝামেলা এই প্রথম নয়। আগামী সপ্তাহে ঘরের ক্যাপ্টেন কে হবেন তা নিয়ে একটি প্রতিযোগিতায় বাণীর কাছে হারার পরই এই ঘটনা ঘটে। বাড়িতে উপস্থিত সকলে ওম-এর বিরুদ্ধেই একজোট হন। কেউ তাকে বিন্দুমাত্র সাহায্য না করার সিদ্ধান্ত নেন। এতে এমনিতেই চটে ছিলেন তিনি। হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কদর্য কাণ্ডটি ঘটান তিনি। তার পরই তাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়।