কয়েকদিন আগে প্রথমবারের মত নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন ভারতীয় ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়ক বিরাট কোহলি। বলেছিলেন আনুশকাকে গোপনে বিয়ে করবেন না তিনি। সবাইকে জানিয়েই করবেন। এবার ব্যাচেলের জীবনের ইতি টানার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তারা।
গত বছরের মাঝামাঝি একবার গুজব উঠেছিল ব্রেক-আপ হয়ে গিয়েছে কোহলি-আনুশকার। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে আবারও মসৃন হয়েছে তাদের সম্পর্কের রসায়ন। সূত্রের খবর, চলতি বছরেই দুজনে গাঁটছড়া বাঁধছেন।
সীমিত ওভারের ক্রিকেটে ধোনির কাছ থেকে নেতৃত্বের দায়িত্বভার নেওয়ার পরে প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে আগামীকাল ১৫ জানুয়ারি বাইশ গজে নামছেন কোহলি। কোহলির রাজত্বের শুরুর আগেই এবার আনুশকার সঙ্গে তাকে দেখা গেল ওরলির ব্যস্ত রাজপথে।
সূত্রের খবর, ওরলির ওমকার টাউনশিপ এলাকায় একটি নির্মাণাধীন অ্যাপার্টমেন্টে ৩৫ তলায় ৮০০০ স্কয়ার ফুটের ফ্ল্যাট বুক করেছেন ভারতের ক্রিকেট সুপারস্টার। সেখানেই গতকাল গিয়েছিলেন এই হার্টথ্রুব জুটি। আর তাদের পেছনে তো ক্যামেরা লেগেই থাকে। এসব কারণেই সবার ধারণা এবছরই হয়তো চার হাত এক হতে যাচ্ছে।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৭/হিমেল