নতুন বছরে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সামনে রেখে চিত্রনায়িকা রোজিনার বাসায় গত বৃহস্পতিবার রাতে চলচ্চিত্রশিল্পীদের এক প্রীতিসম্মিলন অনুষ্ঠিত হলো। এ প্রীতিসম্মিলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের নতুন ও পুরোনো মিলে একঝাক নায়ক-নায়িকা ও শিল্পী-কলাকুশলী।
জানা যায়, রোজিনার উত্তরার বাসায় সন্ধ্যা পর একে একে সবাই আসতে থাকেন। একটা সময় পুরো অনুষ্ঠানটিই তারকাদের এক মিলন মেলায় পরিণত হয়। অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহমেদ শরীফ, রোজিনা, ফারুক, আনোয়ারা, দিলারা, অঞ্জনা, ইলিয়াস কাঞ্চন, আরমান, মিশা সওদাগর, বাপ্পারাজ, রিয়াজ, আমিন খান, জায়েদ খান, পূর্ণিমা, পপি, শাবনাজ, মুক্তি, কেয়া, সম্রাট, ইমন, বাপ্পী চৌধুরী, সাইমনসহ আরো অনেকে। নৃত্য পরিচালক মাসুম বাবুল পুরো অনুষ্ঠানটির সঞ্চালকের ভূমিকা পালন করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার