রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা 'হঠাৎ দেখা' অবলম্বনে একই শিরোনামে গত বছর একটি ছবি নির্মাণ করা হয়। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সম্প্রতি 'হঠাৎ দেখা' ছবিটি সেন্সরে জমা পড়েছে। ছবিতে ইলিয়াসের বিপরীতে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়কে।
বাংলাদেশের শাহাদাৎ হেসেন বিদ্যুৎ ও কলকাতার রেশমী মিত্রের যৌথ পরিচালনায় নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, মুনিরা মিঠু, কলকাতার সাহেব ভট্টাচার্য, শংকর চক্রবর্তী প্রমুখ।
আগামী ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে 'হঠাৎ দেখা' ছবিটি মুক্তি পাবে। অলোক মুখোপাধ্যায়ের চিত্রনাট্যে 'হঠাৎ দেখা' ছবির সংগীত পরিচালনা করেছেন রাজা নারায়ণ দেব, রেজওয়ানা চৌধুরী বন্যা ও অনুপম রায়।
বিডি প্রতিদিন/১৮ জানুয়ারি, ২০১৭/ফারজানা